পিএইচডি হাসানের প্রেমে সীমানা
![]() |
হাসান ও সীমানা |
বিদেশ থেকে পিএইচডি করে এলেন আখম হাসান। গ্রামে ফিরে এসে খোশ মেজাজে ঘোরাফেরা করছেন। আর তাই দেখে হাসানের প্রেমে পড়ে গেলেন সীমানা। এ নিয়ে গ্রামে অনেক কানাঘুষাও চলছে। তাতে সীমানা কিংবা হাসানের কোনো ভ্রুক্ষেপ নেই। ইরানী বিশ্বাসের রচনা ও পরিচালনায় ‘পিএইচডি সালমান’ শিরোনামের একটি নাটকে এভাবেই দেখা যাবে আখম হাসান ও সীমানাকে। সম্প্রতি মানিকগঞ্জ ও উত্তর খানের বিভিন্ন লোকেশনে এই ধারাবাহিক নাটকের শুটিং শুরু হয়েছে। গ্রামীণ পটভূমিতে নির্মিত নাটকের উপজীব্য বিষয় হিসেবে বেছে নেয়া হয়েছে হাস্যরস। গ্রামের এক ছেলে বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে দেশে আসে। তার এই ডিগ্রিকে কেন্দ্র করে গ্রামের প্রত্যেকের মধ্যে নতুন নতুন গল্পের জন্মায় হয়। এ নাটকে অভিনয় প্রসঙ্গে আখম হাসান বলেন, ‘দীর্ঘদিন পর নাটকের নামভূমিকায় অভিনয় করেছি। তাই কাজটি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। সীমানার সঙ্গে এর আগেও কাজ করেছি। ভালো অভিনয় করেন তিনি। এ কাজটিও ভালো হচ্ছে।’ সীমানা বলেন, ‘হাসান ভাইয়ের সঙ্গে কাজ করার মজাই আলাদা। নাটকের গল্পও অনেক সুন্দর। আশা করছি দর্শকরা পছন্দ করবেন।’ নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ডেইজী আহমেদ, রহমত আলী, রীনা খান, সাবিহা আজিজ, মাহমুদুল ইসলাম মিঠু, নুপুর সিকদার, কাজী উজ্জল প্রমুখ। নাটকটি শিগগিরই বৈশাখী টিভিতে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।
কোন মন্তব্য নেই: