বাংলাদেশি আইডল মং আদালতে

মং উ চিং মার্মা
 বাংলাদেশি আইডল মং উ চিং মার্মা মং একটি হত্যা চেষ্টা মামলার অভিযোগে আদালতে হাজির হয়েছেন।
আজ রোববার দুপুরে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রমনী রঞ্জন চাকমার আদালতে এসে জামিন আবেদন করেন তিনি।
আদালত সূত্রে জানা গেছে, গত বছর পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)- এর মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে হত্যা চেষ্টা ও মদ্যপান অবস্থায় মাতলামির অভিযোগে পুলিশ আসামি করে বাংলাদেশি আইডল মং উ চিং মার্মা মংকে।
জানা গেছে আদালতে মং এর আইনজীবী মো. ইকবাল করিম জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যক্তিগত হাজিরা থেকে বাংলাদেশি এই আইডলকে মুক্তি দেন। আগামীতে মং এর বদলে তার আইনজীবি মো. ইকবাল করিম হাজিরা আদালতে হাজিরা দেবেন।
আরো জানা গেছে, বাংলাদেশি প্রথম আইডল মং এর বিদেশ সফর থাকায় আইনজীবীর জিম্মাদারীতে জামিনের আবেদন করা হয়েছে। এ সময় মং এর আবেদনের প্রেক্ষিতে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রমনী রঞ্জন চাকমা এ আদেশ প্রদান করেন। মং এর আইনজীবী মো. ইকবাল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গত শুক্রবার আরিফ, মন্টি,পঙ্কজসহ ১২ বাংলাদেশি আইডল এর উপস্থিতিতে প্রথম আইডল খ্যাত বান্দরবানের আদিবাসী মং উচিং মারমাকে (মং) বান্দরবান ইস্টেডিয়ামে জমকালো গণ সংবর্ধনা দেওয়া  হয়। গণসংবর্ধনার দুদিনের মাথায় হত্যা মামলার আসামি হিসেবে আদালতে হাজিরা দিতে আসা মংকে এক নজর দেখতে আদালত পাড়ায় জনতার ভিড় পড়ে যায়।
মং উ চিং মার্মা মং দেশের প্রথম আইডল হওয়ার আগে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর ছাত্র সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি’র) সক্রিয় সদস্য ছিলেন। 
প্রসঙ্গত, বান্দরবান শহরের উজানীপাড়া এলাকার সাংঙ্গু নদীর তীর ঘেষে মং মার্মার বাড়ি। তার বাবা মংচনু মার্মা বান্দরবান সরকারি কলেজে চাকরি করেন।

, ,

কোন মন্তব্য নেই: