খোলামেলা হয়ে অভিনয় করতে তার আপত্তি নেই স্বাগতার
![]() |
টিভি তারকা স্বাগতা |
হলিউড বলিউডের বাতাস লেগেছে বাংলাদেশেও। এখন ঢালিউডের অনেকেই চাইছেন খোলামেলা হয়ে অভিনয় করতে।
আর তা থেকে বাদ নেই নাটকের তারকারাও।
টিভি তারকা স্বাগতা সম্প্রতি জানিয়েছেন, চলচ্চিত্রে খোলামেলা হয়ে অভিনয় করতে তার আপত্তি নেই।
তিনি মনে করেন খোলামেলা হওয়া একটা শিল্প আর শিল্প হচ্ছে জীবনের একটা অংশ।
স্বাগতা জানান, বর্তমানে বেশ কিছু সিনেমার অফার রয়েছে। কিন্তু কাজের মান পছন্দ না হওয়ার কারণেই করা হয় না।
এখন ডিজিটাল ফরম্যাটে সিনেমা অনেক ভালো হচ্ছে। তাই সিনেমায় কাজ করতে চাই।
আর তা থেকে বাদ নেই নাটকের তারকারাও।
টিভি তারকা স্বাগতা সম্প্রতি জানিয়েছেন, চলচ্চিত্রে খোলামেলা হয়ে অভিনয় করতে তার আপত্তি নেই।
তিনি মনে করেন খোলামেলা হওয়া একটা শিল্প আর শিল্প হচ্ছে জীবনের একটা অংশ।
স্বাগতা জানান, বর্তমানে বেশ কিছু সিনেমার অফার রয়েছে। কিন্তু কাজের মান পছন্দ না হওয়ার কারণেই করা হয় না।
এখন ডিজিটাল ফরম্যাটে সিনেমা অনেক ভালো হচ্ছে। তাই সিনেমায় কাজ করতে চাই।
কোন মন্তব্য নেই: