সজল এবার মৌয়ের বিপরীতে

মৌ এবং সজল
সম্প্রতি নির্মিত হলো একক নাটক 'ঘুণপোকা'। সম্প্রতি গেল কয়েকমাসে দেশের সুপার মডেল সাদিয়া ইসলাম মৌ তরুন অভিনেতার সাথে তার অন স্ক্রিন কেমিস্ট্রিতেই ব্যস্ত রয়েছেন।

আর এই নাটকগুলো দর্শক গ্রহণযোগ্যতাও পাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারে মৌয়ের বিপরীতে যোগ হলেন সজল। জাকারিয়া সৌখিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাখাওয়াত্ মানিক। এতে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ এবং সজল। নাটকে মৌকে দেখা যাবে একজন তুমুল জনপ্রিয় অভিনেত্রীর চরিত্রে। আর সজল তার সহকারী। কিন্তু দু'জনের মধ্যে একটা পুরোনো হিসাব-নিকাশ রয়েছে। যা কুড়ে কুড়ে খাচ্ছে সজলকে। মৌয়ের সামনে যখন পুরোনো হিসাব-নিকাশ এসে দাঁড়ায় তখন গল্প মোড় নেয় ভিন্ন দিকে।

নাটকে অভিনয় প্রসঙ্গে মৌ বলেন, 'নাটকটিতে নাটকীয়তা রয়েছে। দর্শকের জন্য যা চমকের পর চমক উপহার দিবে। আমার মনে হয় ভালো একটি কাজ হয়েছে।'

সজল বলেন, 'আমি সিরিয়ালে অভিনয় করি না। নিয়মিত একক নাটক কিংবা টেলিফিল্মে অভিনয় করছি। তাই দেখে শুনে বুঝে ভালো কাজ করতে হয়। এ নাটকটিও আমার ভক্তদের কাছে ভালো লাগবে বলে বিশ্বাস।'

, , ,

কোন মন্তব্য নেই: