গান গাওয়ার ইচ্ছা এখনও আছে | মেহজাবিন
![]() |
মেহজাবিন |
প্রায় বছরখানেক আগে এ নাটকের কাজ করেছিলাম। এতে আমার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো। যতদূর মনে পড়ে গল্পটা প্রেমের। গল্পে একটি বিশ্ববিদ্যালয়ে আমি আর নিশো লেখাপড়া করি। একদিন আমাকে দেখে নিশো দিশেহারা হয়ে যায়। অনেক চেষ্টার পর আমার সঙ্গে কথা বলে। পরের ঘটনা জানতে হলে নাটক দেখতে হবে। এটি লিখেছেন হুমায়ূন কবির বিদ্যুৎ, পরিচালনা করেছেন নাহিদ জামান।
এক ঘণ্টার নাটক
আমার এক ঘণ্টার নাটকের কাজ করতেই বেশি ভালো লাগে। কারণ খণ্ড নাটকের জন্য বড়জোড় দুই থেকে তিনদিন সময় দিতে হয়। কিন্তু ধারাবাহিক নাটকের বেলায় প্রতি মাসেই ১০-১৫ দিন সময় বরাদ্দ রাখতে হয়। একাধিক ধারাবাহিক হাতে থাকলে পুরো মাসই ফাঁকা সময় থাকে না।
'ডুবোশহর'
স্বপন আহমেদের 'পরবাসিনী' ছবির কাজ করেছিলাম কয়েকদিন। এরপর হাতে এসেছে 'ডুবোশহর'। এ ছবিতে আমার সহশিল্পী হিসেবে থাকছেন তিশা আপু। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় এর কাজ আগামী বছরের শুরুতেই হওয়ার কথা রয়েছে। ফারুকী ভাই এখন তার নতুন ছবি 'পিঁপড়াবিদ্যা' নিয়ে দেশ-বিদেশে ব্যস্ত আছেন।
অভিনয় ছাড়া গান
ছোটবেলা থেকে আমার গান গাওয়ার খুব ইচ্ছা ছিল। তাই দুবাইয়ে ভারতের রামকৃষ্ণ স্যারের কাছে গানের তালিম নিয়েছি। পরে গানটা নিয়মিত করা হয়নি। অবশ্য গান গাওয়ার ইচ্ছা এখনও আছে আমার।
অভিনেত্রী না হলে
অভিনেত্রী না হলে খেলোয়াড় হতাম। ছোটবেলা থেকেই আমার খেলাধুলা অনেক ভালো লাগত। স্কুলেও বেশ কয়েকবার খেলাধুলায় চাম্পিয়ন হয়েছিলাম। এজন্য খেলোয়াড় হয়ে সাফল্য পাওয়ার ইচ্ছা ছিল।
যার সঙ্গে অভিনয়ের স্বপ্ন আছে...
বাংলাদেশের জনপ্রিয় অনেক শিল্পীর সঙ্গে কাজ করেছি। তবে 'লাক্স-চ্যানেল আই সুপারস্টার' প্রতিযোগিতায় সেরা হওয়ার আগে থেকে হলিউডের লিওনার্ডো ডিক্যাপ্রিওকে বেশ ভালো লাগে। তার অভিনীত 'টাইটানিক' ছবিটি কতবার দেখেছি তার হিসাব নেই। জীবন কখনও যদি সুযোগ মেলে তার সঙ্গে আমি অভিনয় করতে চাই। 'ড্রিমস কাম ট্রু' কথাটার ওইদিন বিশ্বাস হবে।
ঘুরে বেড়ানোর প্রিয় জায়গা
আমার ঘুরে বেড়াতে বেশি ভালো লাগে না। দেশের মধ্যে সিলেটের মাজারে গেলে স্বস্তি পাই। আর দেশের বাইরে কথা বললে প্রিয় শহর দুবাই। ওখানেই আমার শৈশব কেটেছে। দুবাই গেলে নস্টালজিক হয়ে পড়ি।
আবার জন্মালে
আবার জন্ম নিলে আমি মেহজাবিনই হতে চাই। কারণ নিজেকে নিয়ে আমি অনেক সন্তুষ্ট।
সারারাত কথা বলার মতো বন্ধু
সারারাত কথা বলার মতো বন্ধু আমার দুই-তিনজন আছে। তাদের মধ্যে আমার সেরা বন্ধু সোমেন আরফিন। ওর সঙ্গে আমার অনেক দিনের বন্ধুত্ব। আমরা রাতের পর রাত কথা বলে পার করে দিয়েছি। আমাদের কথা শুরু হলে যেন শেষই হতে চায় না। ঘণ্টার পর ঘণ্টা কথা বলার পরও মনে হয় মাত্র কয়েক মিনিট কথা বলেছি! এ ছাড়া আমার বড় আপু নুজহাত নিশোর সঙ্গেও কথা বলে সারারাত কাটিয়ে দিতে পারি।
প্রিয় মানুষের কাছে কষ্ট পেলে
প্রিয় মানুষরা সাধারণত কাউকে কষ্ট দিতে চান না। তারপরও প্রিয় মানুষের কাছ থেকে কষ্ট পেলে খতিয়ে দেখার চেষ্টা করি যে, আমার কোনো ভুল ছিল কি-না। যদি তারা আমার ভুলের কারণে কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজের কাছে খারাপ লাগে।
কোন মন্তব্য নেই: