আন্তর্জাতিক চোরাচালানিতে জড়ালেন শাকিব
![]() |
শাকিব খান |
বিষয়টি প্রসঙ্গে শাকিব খান-এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি আন্তর্জাতিক চোরাচালানির সঙ্গে জড়িয়ে গেছি। আসলে এ ছাড়া আর কোন পথও ছিল না।
ছবির গল্পটাই এমন।
শাকিব জানালেন, তার প্রযোজিত প্রথম ছবি ‘রাজা হ্যান্ডসাম’ এমন রুপেই দেখা যাবে তাকে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস।
বদিউল আলম পরিচালিত ও শাকিব খান প্রযোজিত এ ছবিটির বেশ কিছু অংশের শুটিং হবে যুক্তরাজ্যের বিভিন্ন লোকেশনে।
বর্তমানে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে ‘রেড’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন শাকিব। সব কিছু ঠিকঠাক থাকলে ঢাকায় ফিরেই ‘রাজা হ্যান্ডসাম’ রূপ দেখাবেন তিনি।
কোন মন্তব্য নেই: