আজ শশীর জন্মদিন
 |
শশী |
আজ ৭ ডিসেম্বর দর্শকপ্রিয় অভিনেত্রী শারমীন জোহা শশীর জন্মদিন। জন্মদিন উপলক্ষে কখনই শশী কোন শূটিং রাখেন না। এবারও ঠিক তাই করেছেন তিনি। আজ কোন শূটিং রাখেননি তিনি। তবে এবারের জন্মদিনটি শশী গতবারের মতো একটু বড় পরিসরে উদ্যাপন না করলেও ঘরোয়াভাবে পরিবারের সবাইকে নিয়ে উদযাপন করবেন। জন্মদিন উপলক্ষে এরইমধ্যে শশী তার বড় ভাই সূর্য এবং কাজিন স্বর্ণা, তিথি, নিয়ন, ইরানী, অদিত, ইমরান, শাহীন ও মমর সঙ্গে গতকাল থেকেই সময় পার করছেন। শশী বলেন, বছরের প্রায় প্রতিটি দিনই দর্শকের জন্য, একটা দিনই আমি আমার মতো করে কাটাই। তাই এই দিনটিতে আমি কোন শূটিং রাখি না। আজ পরিবারের সবাই মিলে অনেক আনন্দের মধ্যদিয়ে দিনটি উদ্যাপন করব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সবসময় ভাল থাকতে পারি। কোহিনূর আক্তার সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ ছবিতে টুনী চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে আলোচনায় আসেন শশী। এরপর নিজেকে তিনি নাটকেই বেশি ব্যস্ত করে তুলেন। মাঝে শফিকুল ইসলাম ভৈরবী পরিচালিত ‘শায়া চাঁন পাখি’ ছবির কাজ শুরু করলেও এই ছবিটিও অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। ছবিটিতে শশীর বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। এদিকে শশীর পরিবার শশীকে খুব শীঘ্রই বিয়ে দেবার জন্য পারিবারিকভাবে সুপাত্র খোঁজা হচ্ছে বলে জানালেন শারমীন জোহা শশী।
কোন মন্তব্য নেই: