মা হলেন নাসরিন

চলচ্চিত্রের অভিনেত্রী নাসরিন
এ দেশের চলচ্চিত্রের অভিনেত্রী নাসরিন কন্যা সন্তানের মা হলেন। গত ৪ ডিসেম্বর সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার বেইলি রোডস্থ মনোয়ারা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম হয়। সন্তানের নাম রাখা হয় আফরিন। মূলত জন্মের আগে থেকেই পরিবার এই নামটি নির্ধারণ করে রেখেছিলেন। নাসরিন বলেন, 'প্রত্যেকটি মেয়েরই স্বপ্ন থাকে মা হওয়ার। দীর্ঘ প্রতীক্ষার পর এবার সেই স্বপ্ন পূরণ হলো। আফরিনকে ঘিরে বহুদিন ধরে নানা পরিকল্পনা সাজিয়ে রেখেছি। আল্লাহ তাকে পৃথিবীতে সুস্থভাবেই পাঠিয়েছেন। এর জন্য শুক্রিয়া। সকলের কাছে তার সুস্থ ও সুন্দর ভবিষ্যত্ কামনার জন্য দোয়া চাইছি। উল্লেখ্য, গত বছরের ১৮ মে নাসরিন ভালোবেসে মোস্তাফিজুর রহমান রিয়েলকে বিয়ে করেন। নাসির-রিয়েল দম্পতির প্রথম সন্তান আফরিন। উল্লেখ্য, গত ঈদে নাসরিন অভিনীত 'ফুল অ্যান্ড ফাইনাল' চলচ্চিত্রটি মুক্তি পায়।

, , ,

কোন মন্তব্য নেই: