বলছি তোমায়-ফাহিম




মিডিয়া ডট বিডিঃ এবার নিজের তৃতীয় একক ‘বলছি তোমায়’-এর কাজ শেষ করেছেন ফাহিম। আসছে ভালোবাসা দিবসে অ্যালবামটি বাজারে আসার কথা। তবে তার আগেই অ্যালবামের ‘এত দিন’ গানটি ভিডিও আকারে প্রকাশ করেছেন ফাহিম। সম্প্রতি ইউটিউবে ভিডিওটি আপলোড করা হয়েছে। দু’এক দিনের মধ্যে প্রচার শুরু হবে বিভিন্ন টিভি চ্যানেলে। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। এতে ফাহিমের সঙ্গে মডেল হয়েছেন মালিহা কিসমা। ফাহিমের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন আর্নিক। আর কথা লিখেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন । সুর ও সংগীতে রয়েছেন নমন।

ফাহিম বলেন, ‘এরইমধ্যে গানটির জন্য রেসপন্স পেতে শুরু করেছি। সম্পূর্ণ নতুন লোকেশন এবং কনসেপ্টে আমরা কাজটি করেছি। আশাকরি সব ধরনের দর্শক-শ্রোতার কাছে এটি গ্রহণযোগ্যতা পাবে।’উল্লেখ্য, দেশের বিভিন্ন মনোরম পরিবেশে ‘এত দিন’ গানটির মিউজিক ভিডিওর দৃশ্য ধারণ করা হয়েছে।

                                            -----------‘এত দিন’ ভিডিও গানটি দেখুন-----------


 ফাহিমের প্রথম একক অ্যালবাম ‘ব্যস্ত’ প্রকাশিত হয় ২০০৮ সালে। ২০১০ সালে আসে দ্বিতীয় একক ‘কেনো বলোনা’।
ভিডিও দেখুন-
৫। কেন


, ,

কোন মন্তব্য নেই: