পড়শীর ফেইসবুকে ভক্তদের ২১০০ প্রশ্ন
গত সোমবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত ফেসবুকে ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। মাত্র তিন ঘণ্টায় ভক্তরা তার কাছে ২১০০ প্রশ্ন করেন। তবে কিছু প্রশ্নের উত্তর দিলেও সময়ের অভাবে সবগুলোর উত্তর দিতে পারেননি পড়শী।
এ প্রসঙ্গে তিনি বলেন, “সবার প্রশ্নের উত্তর না দিতে পারায় প্রথমেই ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ২১০০ প্রশ্নের উত্তর এত অল্প সময়ে দেয়া সম্ভব নয়। তারপরও আমি শতাধিক প্রশ্নের উত্তর দিয়েছি। ফেসবুকে ভক্তদের সাড়া দেখে আমি অভিভূত। এখন থেকে নিয়মিত ফেসবুকে বসবো এবং ভক্তদের সঙ্গে নিজের কথা শেয়ার করব। ব্যস্ততা কম থাকলে প্রতিদিন অন্তত ২-৩ ঘণ্টা ফেসবুকে থাকব বলে সিদ্ধান্ত নিয়েছি।”
গত সোমবার ফেসবুকে পড়শীর সঙ্গে প্রশ্ন-উত্তরপর্বে ভক্তরা তার নতুন অ্যালবাম কবে আসবে- এ প্রশ্নটিই বেশি করেছেন। তাদের উত্তরে পড়শী জানান, আগামী বছরের শুরু দিকেই নতুন অ্যালবামটি প্রকাশিত হবে। আর এ বছর কয়েকটি গানের মিউজিক ভিডিও
প্রকাশ করবেন।
এদিকে, ‘পড়শী-থ্রি’ অ্যালবামের ‘এতো দিন যে পেয়েছি আমি/সেই তোমারই দেখা’ গানটির মিউজিক ভিডিও আকারে ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। এবার তিনি ‘খোদা তুঝসে’ এবং ‘হৃদয় আমার’ গান দুটির মিউজিক ভিডিও নির্মাণ করবেন। কিছুদিনের মধ্যেই এর দৃশ্যধারণ শুরু হবে।
উল্লেখ্য, গত বছর কণ্ঠশিল্পী সাবরিনা পড়শীর ফেসবুক পেজটি যাচাই-বাছাই করে এর যথার্থতা নিশ্চিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এর কিছুদিন পরপরই তার ব্যান্ড ‘বর্ণমালা’র ফেসবুক পেজটিও ভেরিফাইড করেন তারা। ফেসবুকে পড়শীর অনুসারির সংখ্যা ৮ লক্ষাধিক।
এ প্রসঙ্গে তিনি বলেন, “সবার প্রশ্নের উত্তর না দিতে পারায় প্রথমেই ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ২১০০ প্রশ্নের উত্তর এত অল্প সময়ে দেয়া সম্ভব নয়। তারপরও আমি শতাধিক প্রশ্নের উত্তর দিয়েছি। ফেসবুকে ভক্তদের সাড়া দেখে আমি অভিভূত। এখন থেকে নিয়মিত ফেসবুকে বসবো এবং ভক্তদের সঙ্গে নিজের কথা শেয়ার করব। ব্যস্ততা কম থাকলে প্রতিদিন অন্তত ২-৩ ঘণ্টা ফেসবুকে থাকব বলে সিদ্ধান্ত নিয়েছি।”
গত সোমবার ফেসবুকে পড়শীর সঙ্গে প্রশ্ন-উত্তরপর্বে ভক্তরা তার নতুন অ্যালবাম কবে আসবে- এ প্রশ্নটিই বেশি করেছেন। তাদের উত্তরে পড়শী জানান, আগামী বছরের শুরু দিকেই নতুন অ্যালবামটি প্রকাশিত হবে। আর এ বছর কয়েকটি গানের মিউজিক ভিডিও
প্রকাশ করবেন।
এদিকে, ‘পড়শী-থ্রি’ অ্যালবামের ‘এতো দিন যে পেয়েছি আমি/সেই তোমারই দেখা’ গানটির মিউজিক ভিডিও আকারে ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। এবার তিনি ‘খোদা তুঝসে’ এবং ‘হৃদয় আমার’ গান দুটির মিউজিক ভিডিও নির্মাণ করবেন। কিছুদিনের মধ্যেই এর দৃশ্যধারণ শুরু হবে।
উল্লেখ্য, গত বছর কণ্ঠশিল্পী সাবরিনা পড়শীর ফেসবুক পেজটি যাচাই-বাছাই করে এর যথার্থতা নিশ্চিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এর কিছুদিন পরপরই তার ব্যান্ড ‘বর্ণমালা’র ফেসবুক পেজটিও ভেরিফাইড করেন তারা। ফেসবুকে পড়শীর অনুসারির সংখ্যা ৮ লক্ষাধিক।
কোন মন্তব্য নেই: