ইত্যাদি মুড়াপাড়া জমিদার বাড়িতে

ইত্যাদি

এবার `ইত্যাদি`র মূল অনুষ্ঠান ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া জমিদার বাড়িতে। বর্ণিল আলোয় সাজানো ওই জমিদার বাড়িতে `ইত্যাদি`র ধারণ অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। `ইত্যাদি`র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

উল্লেখ্য, `ইত্যাদি`তে সবসময় ভিন্ন আঙ্গিকে বিষয়ভিত্তিক গান প্রচার করার চেষ্টা করা হয়। সেই ধারাবাহিকতায় এবারের `ইত্যাদি`তে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর, গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর করেছেন আলী আকবর রূপু। গানটি দর্শকদের সামনে এবং ঢাকা ও ঢাকার আশপাশে বিভিন্ন স্থানে চিত্রায়ন করা হয়। সব শ্রেণী-পেশার মানুষের প্রিয় অনুষ্ঠান `ইত্যাদি`র এই পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে আগামী ৩১ জানুয়ারি রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি পুনঃপ্রচার হবে ২ ফেব্রুয়ারি, রোববার রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

,

কোন মন্তব্য নেই: