বিপাশার বই আসছে বইমেলায়

বিপাশা

এ বছরের বইমেলায় শোধ নামে একটি বই নিয়ে আসছেন জনপ্রিয় অভিনেত্রী-মডেল বিপাশা হায়াত। বইটির প্রচ্ছদ এঁকেছেন বিপাশার বাবা আবুল হায়াত।

২০১২ সালের বইমেলায় বিপাশা হায়াতের লেখা ‘ঘুম ভাঙ্গা মানুষের গল্প’ বইটি প্রকাশিত হয়েছিল।

বিপাশা বলেন, বইমেলায় একটি বই প্রকাশ হলেও এখন আর আগের মতো লেখালেখি করতে পারি না। এখন কাজের চাপের করনে আর লেখালেখি করতে পারব বলে মনে হয় না।

এছাড়া লেখালেখি করতে যে পরিবেশ দরকার তা এখন আমার নেই। সে জন্য বাধ্য হয়েই লেখালেখি ছাড়তে হচ্ছে।

,

কোন মন্তব্য নেই: