ত্বকে ব্রণ উঠবে না সপ্তাহে একবার লাগালে

তরুণ প্রজন্মের বিরাট সমস্যা ব্রণ। ত্বকে ব্রণ উঠলে কালো ছোপ ছোপ দাগ পড়ে। যা দেখতে একেবারে বেমানান লাগে। ব্রণের দাগ শুধু ত্বকের সৌন্দর্যকে ম্লানই করে না সেইসঙ্গে আত্মবিশ্বাসকেও কমিয়ে দেয়। ব্রণের দাগ দূর করার জন্য বাজারের নানা রকম কসমেটিকস পাওয়া যায়। কিন্তু হাতের কাছে থাকা প্রাকৃতিক লবঙ্গ ব্রণ দূর করার পাশাপাশি দূর করবে ব্রণের দাগ। ব্রণের উপর লবঙ্গ বাটা ২০ থেকে ২৫ মিনিট লাগিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ব্রণের ক্ষত স্থানে দাগ হবে না। সপ্তাহে একবার লবঙ্গ বাটা ত্বকে লাগালে ত্বকে ব্রণ উঠবে না। এছাড়া চন্দনের গুড়ার সঙ্গে লবঙ্গ বাটা লাগালে ত্বকের সব সমস্যা দূর হয়।
কোন মন্তব্য নেই: