ছেলেদের রূপসজ্জায়: জেন্টস পার্লার

‘রূপসজ্জা’ তকমাটি এক সময় শুধু মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল কিন্তু আধুনিক যুগে মেয়ে, ছেলে উভয়ের ক্ষেত্রেই তা প্রযোজ্য। ফলে, মেয়েদের বিউটি পার্লারের পাশাপাশি নগরে গড়ে উঠেছে ‘জেন্টস পার্লার’ যা শুধুমাত্রই ছেলেদের তথা পুরুষদের। এই সব জেন্টস পার্লারে রয়েছে পুরুষদের রূপসজ্জার জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ সুবিধা।



এদের মধ্যে হেয়ার কাটিং এবং বিয়ার্ড শেভিং সবচেয়ে পরিচিত। তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের শ্যাম্পুর সাহায্যে চুল ধোয়া, যেগুলোর মধ্যে রয়েছে এন্টি ড্যানড্রাফ শ্যাম্পু, হারবাল শ্যাম্পু, সুগন্ধি শ্যাম্পু প্রভৃতি। অন্যদিকে আরামদায়ক বডি ম্যাসাজ, স্পা, স্টীম বাথ প্রভৃতিরও সুযোগ রয়েছে এসব পার্লারে। তবে এসব পার্লারে সর্বাধুনিক সংযোজন হল শরীরে ট্যাটু করানো এবং শরীর ফোড়ানো।



হাল ফ্যাশনে অনেক তরুনকেই দেখা যায় কান ও আইভ্রু ফোড়াতে এবং কানে রিং পড়তে। এরকম সকল সুবিধাই এখন পাওয়া যায় আজকের জেন্টস পার্লারগুলোতে। জেন্টস পার্লারগুলো গ্রাহক প্রিয়তার জন্য আয়োজন করে বিবিধ সেবার।  যেমন- ওয়েটিং রুম ব্যবস্থা, যেখানে সময়কাটানোর জন্য রয়েছে রঙ্গীন টেলিভিশন, এছাড়া ও থাকে পত্রিকা ও ম্যাগাজিন, থাকে কিডস জোন।



চুল কাটতে আসা শিশু কিংবা অভিভাবকদের সাথে আসা শিশুদের জন্য এই জোন। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে জেন্টস পার্লার গুলো সর্বতোভাবে শীতাতপ নিয়ন্ত্রীত।কিছু পার্লার আবার বাড়তি সুবিধা হিসেবে বিদেশ থেকে হেয়ার এক্সপার্ট নিয়ে আসে। সবশেষে বলা যায়, জেন্টস পার্লারগুলো পুরুষদের হাল ফ্যাশনের একটা অংশ।

কেননা, প্রাচীন নর সুন্দর থেকে আজকের জেন্টস পার্লারগুলো পুরুষদের সুন্দরভাবে সাজিয়ে তোলার ক্ষেত্রে অনস্বীকার্য ভূমিকা রাখছে।

ঢাকার পরিচিত কিছু জেন্টস পার্লার:

রতন’স জেন্টস পার্লার               গুলশান, গুলশান ১
পারসোনা এডামস                    ধানমন্ডি, ধানমন্ডি
নেক্সাস হেয়ার ডিজাইন (সেলুন)   উত্তরা, আজমপুর
ক্রেজ জেন্টস পার্লার                  গুলশান, গুলশান ২
রেজর্স এন সিজর্স                     গুলশান, বনানী
জনসন বিউটি কেয়ার                 গুলশান, বনানী
ব্যু মঁদ সিসিলি বিউটি কেয়ার       ধানমন্ডি, ধানমন্ডি
হাবিব আলভিরাজ বিউটি কেয়ার   ধানমন্ডি, ধানমন্ডি
হেয়ারোবিকস গ্রুমিং পার্লার         ধানমন্ডি, ধানমন্ডি

কোন মন্তব্য নেই: