আরেফিন রুমির জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ

প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় বিতর্কিত ও আলোচিত সঙ্গীতশিল্পী আরেফিন রুমির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার ৪নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আরিফুর রহমান দুই পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।
এ সময় আদালতে উপস্থিত ছিলেন রুমির স্ত্রী অনন্যা ও তাদের মা, ভাই ও আত্মীয়স্বজন।
এর আগে গত বছর ১২ অক্টোবর নির্যাতনের অভিযোগে প্রথম স্ত্রী অনন্যার করা মামলায় কণ্ঠশিল্পী আরফিন রুমিকে রাজধানীর মোহাম্মদপুরের কাঁটাসূরের বাসা থেকে গ্রেফতার করে মোহাম্মাদপুর থানা পুলিশ।
ব্যক্তি জীবনে আরফিন রুমি ও অনন্যা দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ এপ্রিল রুমির সঙ্গে এস আব্দুল হানিফের মেয়ে লামিয়া ইসলাম অনন্যার পারিবারিকভাবে বিয়ে হয়। ২০১২ সালের ২৪ অক্টোবর রুমি প্রথম স্ত্রী অনন্যার মত নিয়ে আমেরিকা প্রবাসী কামরুনেসাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে ঘরে তোলেন। রুমির সঙ্গে বিয়ের জন্য কামরুনেসা তার প্রথম স্বামীকে ডিভোর্স দেন।
কোন মন্তব্য নেই: