অশিক্ষিত ছেলে শাকিব এর নায়িকা দিঘী

দীর্ঘদিন পর আবার দিঘীকে দেখা যাবে চলচ্চিত্রের পর্দায়। প্রথমবারের মতো তিনি চলচ্চিত্রে নায়িকা হয়ে আসছেন।
তিনি রুপালী পর্দায় হাজির হচ্ছেন কিং খান খ্যাত শাকিব খানের নায়িকা হিসেবে। এ খবরে বেশ নাড়াচাড়া পড়ে গেছে ঢালিউড পাড়ায়।
এর আগে দিঘী বেশ কিছু ছবিতে শিশু চরিত্রে অভিনয় করেছেন। আর চাচ্চু ছবিতে শাকিব খানের ভাতিজি চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন দিঘী।
জানা গেছে শাকিব-দিঘীর এই ছবির নাম “অশিক্ষিত ছেলে”। পি এ কাজল ছবিটির পরিচালনা করবেন। এই সিনেমায় তিনি একটি কিশোরীর চরিত্রে অভিনয় করবেন। জানা যায় খুব শিগগিরই ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে।
কোন মন্তব্য নেই: