১৪ ই ফেব্রুয়ারি ‘অগ্নি’

আসছে বিশ্ব ভালোবাসা দিবস (১৪ ই ফেব্রুয়ারি ২০১৪) তে মুক্তি পেতে যাচ্ছে আরেফিন শুভ – মাহি জুটির প্রথম চলচ্চিত্র।এ্যাকশনধর্মী ‘অগ্নি’ শিরোনামের এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ‘দেহরক্ষী’খ্যাত পরিচালক ইফতেখার চৌধুরী। আর এ চলচ্চিত্রের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোন ‘আইটেম সং’য়ে কাজ করলেন মাহি।গানটি গেয়েছেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী নীতি মোহন।চলচ্চিত্রটির বেশীর ভাগ শ্যুটিং করা হয়েছে দেশের বাইরের বিভিন্ন লোকেশনে।চলচ্চিত্রের গল্প গড়ে উঠেছে মাহিকে কেন্দ্র করে। আর মাহি অভিনয় করছেন চলচ্চিত্রটির নাম ভূমিকায়। সেই সঙ্গে থাকছে আরেফিন শুভর অ্যাকশন ধর্মী উপস্থিতি। অভিনয় ছাড়াও ‘অগ্নি’ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন আরেফিন শুভ। ‘সহে না যাতনা’ শিরোনামের গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অদিত। ছবির গানগুলো নিয়ে অনেকটাই আশাবাদী নির্মাতা।
অ্যাকশান-রোমান্টিক ধর্মী চলচ্চিত্র ‘অগ্নি’ দর্শক গ্রহণযোগ্যতা পাবে, পাশাপাশি নতুন এই জুটি দর্শকদের ভালো কিছু দিতে পারবেন, এমনটি আশা করছেন নির্মাতা।
অ্যাকশান-রোমান্টিক ধর্মী চলচ্চিত্র ‘অগ্নি’ দর্শক গ্রহণযোগ্যতা পাবে, পাশাপাশি নতুন এই জুটি দর্শকদের ভালো কিছু দিতে পারবেন, এমনটি আশা করছেন নির্মাতা।


কোন মন্তব্য নেই: