মুড়ি,রুটি, কলা খেয়ে থাকতে হয়েছিল- মাহি

আজ ১৪ই ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পেয়েছে ইফতেখার চৌধুরী পরিচালিত লেডি অ্যাকশন ছবি ‘অগ্নি’। সারাদেশের সর্বমোট ৯২টি হলে ছবিটি মুক্তি পেয়েছে। এই ছবিতে প্রথমবারের মত অগ্নিকন্যারূপে আসছেন মাহি। তার বিপরীতে আছেন আরিফিন শুভ।

ছবিটির শুটিং এর জন্য তারা থাইল্যান্ডে গিয়েছিলেন। সেখানকার একটি দ্বীপে টানা তিন দিন তাদের থাকতে হয়ছিল। মাহি বলেন, দুর্গম একটি দ্বীপ ছিল। যেইখানে সামুদ্রিক মাছ ছাড়া তেমন কোন খাবার পাওয়া যেত না। যা পাওয়া যেত তার কিছুই আমি খেতে পারতাম না। যার কারনে আমাকে মুড়ি,রুটি, কলা এইসব খেয়ে থাকতে হয়ছে। এক হিসাবে আমি তিনদিন না খেয়ে ছিলাম।

এইছবিতে মাহি বেশ কিছু দুর্দান্ত অ্যাকশন দৃশ্যে অংশ নেন। এরমাঝে একটি দৃশ্য ছিল একটি ইয়র্টে ভিলেনের সাথে মারামারির। এখন ইয়র্ট সমুদ্রের পানির স্রোতে দোলছিল। অনেকক্ষণ দোলার কারনে মাহি অসুস্থ হয়ে পড়েন।

ছবিটির একটি দৃশ্যে মাহিকে ওয়াটার বাইক চালাতে দেখা যায়। ওয়াটার বাইক চালানো শিখার জন্য একজন প্রশিক্ষক ছিলেন। মাহি তাকে পানিতে ফেলে দেন ওয়াটার বাইকের কন্ট্রোল না রাখতে পেরে।

এইছাড়া ব্যাংককের একটি হোটেলে উঠেছিলেন তার যেখানে কিনা সকাল আটটার পরে গেলে কোন নাস্তা পাওয়া যেত না। তাই শুটিং ইউনিটের সবাই ভোর বেলা ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে হাজির হত। শুধু ব্যতিক্রম ছিলেন মাহি। যার ফলে তাকে সকালবেলা না খেয়ে থাকতে হয়েছিল।

,

কোন মন্তব্য নেই: