ভালাবাসা দিবসে আজকের রাশিফল

আজ ২লা ফাল্গুন, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৩ রবিউস সানি, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৪৫ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৫৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ: বুধ ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৫। শুভবার: রবি ও বুধবার। শুভরত্ন:গার্নেট ও পান্না।

প্রকৃতিগতভাবে আপনি: প্রাণবন্ত স্বকীয়তার অধিকারী। অন্যের উদ্দেশ্য আপনি সহজেই বুঝতে পারেন। নিজের কথা স্পষ্টভাবে বলতে পারেন। একা চলতে পারেন। যে কোন ঝামেলায় মধ্যস্থতা করার ক্ষমতা আছে আপনার। অনুসন্ধিত্সু মন ও স্মৃতিশক্তি আপনার বড় অস্ত্র। আপনি মর্যাদা ও সম্পদের কাঙাল নন। তবে কাজের স্বীকৃতি চান। আর যে কোন ব্যর্থতা সহজেই আপনাকে বিষণ্ন করে তোলে।

জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কোপারনিকাস, কবি মনিরুদ্দীন ইউসুফ, গায়ক ভীমসেন জেশী, শিল্পপতি আব্দুল ওয়াহেদ আদমজী, রীতা আরেফিন, অর্থনীতিবিদ থমাস মেথুস, জোতির্বিদ এডওয়ার্ড আর্থার মিলান।

দ্বাদশ রাশির পূর্বাভাস

মেষ রাশি

২১ মার্চ-২০ এপ্রিল পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। মন দু:শ্চিন্তাগ্রস্ত হতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। পারিবারিক পরিবেশ ভালো নাও থাকতে পারে। আর্থিকদিক ভালো যাবে। কাজকর্মে অগ্রগতি হতে পারে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

বৃষ রাশি

২১ এপ্রিল-২০ মে শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। শত্রুরা কোনো ধররেন ক্ষতি করতে পারে। সতর্ক থাকার চেষ্টা করুন। দাম্পত্য পরিবেশ ভালো থাকবে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।

মিথুন রাশি

২১ মে-২০ জুন চঞ্চলতা পরিহার করার চেষ্টা করুন। ব্যবসায়িক সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। পারিবারিক দিক ভালো যাবে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। অন্যের উপকার করতে গিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন।

কর্কট রাশি

২১ জুন-২০ জুলাই কোনো আকস্মিক দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। অপচয় বোধ করার চেষ্টা করুন। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। নিজে কর্ম প্রচেষ্টায় সাফল পেতে পারেন।

সিংহ রাশি

২১ জুলাই-২১ আগস্ট বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। ভাই-বোনদের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ভালো কোনো সংবাদ পেতে পারেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে।

কন্যা রাশি

২২ আগস্ট-২২ সেপ্টেম্বর পাওনা টাকা আদায় হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। আর্থিকদিক ভালো। কোনো ধরনের আইনী ঝমেলা দেখা দিতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে।

তুলা রাশি

২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর কর্মচাঞ্চল্য ও ব্যস্ততা বৃদ্ধি পাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। ব্যবসায়িক লেনদেন শুভ। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। মনোবল বৃদ্ধি পাবে। রোমান্টিক যোগাযোগ শুভ।

বৃশ্চিক রাশি

২৩ অক্টোবর-২১ নভেম্বর শিক্ষক-অধ্যাপকদের জন্য দিনটি শুভ। প্রতিভা ও যোগ্যতার জন্য অন্যত্র ভালো কোনো সুযোগ পেতে পারেন। ব্যবসায়িক ব্যাপারে দু:শ্চিন্তা হতে পারে। অপ্রত্যাশিত প্রাপ্তি যোগ আছে। ভাই-বোনদের জন্য চিন্তিত হতে পারেন। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন।

ধনু রাশি

২২ নভেম্বর-২০ ডিসেম্বর পারিবারিক পরিবেশ ভালো থাকবে। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। আর্থিকদিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।

মকর রাশি

২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি আর্থিকদিক ভালো নাও যেতে পারে। আর্থিক কারণে দু:শ্চিন্তাগ্রস্ত হতে পারেন। ব্যয় বৃদ্ধি আশঙ্কা আছে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। মায়ের সাথে কোনো ব্যাপারে মতানৈক্য হতে পারে। যোগাযোগ শুভ।

কুম্ভ রাশি

২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি বেকারদের কারো কারো চাকরি হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। দাম্পত্য পরিবেশ ভালো থাকবে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে।

মীন রাশি

১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। চঞ্চলতা পরিহার করুন। পারিবারিক কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। শত্রু সম্পর্কে চোখ-কান খোলা রাখার চেষ্টা করুন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।

কোন মন্তব্য নেই: