ছবি বানাচ্ছেন শাওন-‘গৌরীপুর জংশন’
চলচ্চিত্র নির্মাতা হিসেবে শাওন কে অভিষেক করানোর জন্য ২০০৮ সালে “গৌরীপুর জংশন” চলচ্চিত্রের গল্প লিখেছিলেন হুমায়ুন আহমেদ । “গৌরীপুর জংশন” চলচ্চিত্রের পান্ডুলিপি দিয়েই চলচ্চিত্র নির্মাতা হিসেবে হাতেখড়ি হবার কথা ছিল শাওনের । বিভিন্ন কারণে তখন ছবির নির্মাণ কাজ শুরু করতে পারেন নি শাওন ।
এবার সেই “গৌরীপুর জংশন” নিয়েই চলচ্চিত্র নির্মাতা হিসেবে কাজ শুরু করতে চান শাওন । সব ঠিক থাকলে ২০১৪ সালের নভেম্বর থেকেই ছবির নির্মাণ প্রক্রিয়া শুরু করবেন শাওন । এছাড়া ২০০৫ সালে লেখা , হুমায়ন আহমেদের “নির্বাসন” নামের আরেকটি পান্ডুলিপিও রয়েছে শাওনের হাতে । তবে “গৌরীপুর জংশন” নিয়েই আগে কাজ শুরু করতে চান শাওন । চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি হুমায়ুন আহমেদের অসমাপ্ত কাজ গুলো ও শেষ করবেন বলে জানিয়েছেন শাওন ।
এবার সেই “গৌরীপুর জংশন” নিয়েই চলচ্চিত্র নির্মাতা হিসেবে কাজ শুরু করতে চান শাওন । সব ঠিক থাকলে ২০১৪ সালের নভেম্বর থেকেই ছবির নির্মাণ প্রক্রিয়া শুরু করবেন শাওন । এছাড়া ২০০৫ সালে লেখা , হুমায়ন আহমেদের “নির্বাসন” নামের আরেকটি পান্ডুলিপিও রয়েছে শাওনের হাতে । তবে “গৌরীপুর জংশন” নিয়েই আগে কাজ শুরু করতে চান শাওন । চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি হুমায়ুন আহমেদের অসমাপ্ত কাজ গুলো ও শেষ করবেন বলে জানিয়েছেন শাওন ।
কোন মন্তব্য নেই: