পিয়া চলচ্চিত্রে নিয়মিত হতে চান
পিয়ার চলচ্চিত্রে আসা রেদোয়ান রনির ‘চোরাবালি’র মাধেমে। ‘চোরাবালি’ ছবিতে তার অভিনয় সর্বমহলে প্রশংসিত হয়। তবে চলচ্চিত্রে আসার আগে তিনি রাম্পে কাজ করেছেন। বর্তমানে তাঁর স্বপ্ন চলচ্চিত্র নিয়ে, সেভাবেই তিনি নিজেকে তৈরি করছেন বলে জানালেন। তিনি এখন ডাবিং করছেন তরুণ নির্মাতা আশিকুর রহমানের গ্যাংস্টার রিটানর্স’র।।
‘গ্যাংস্টার রিটানর্স’ ছবিটি সম্পর্কে বলুন।
এই ছবির গল্পটি খুবই ভালো। মধ্যবিত্ত পরিবারের সন্তান শাওন’র বড় একটি সন্ত্রাসীচক্রের সাথে জড়িয়ে পড়া ও এরফলে তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি । এই ছবিতে আমার চরিত্রটির নাম শীনা। ছবিতে আমার বিপরীতে আছেন অপূর্ব ভাই।
অপূর্ব ভাই একজন খুবই ভালো অভিনেতা। তাঁর বিপরীতে কাজ করতে পেরে ভীষণ ভালো লেগেছে।
‘গ্যাংস্টার রিটানর্স‘ ছবিটার সবচেয়ে আকর্ষনীয় দিক কি?
ছবির গানগুলো ভালো। তাছাড়া ছবিতে আইটেম গানটিতে পারফর্ম করেছি আমি নিজে। ছবিতে আমাকে গ্ল্যামার লুকে দেখতে পাবেন। এই ছবিতে আমি অনেক ভেবে চিন্তে কাজ করেছি, বাকিটা দর্শক ছবিটি দেখলে বুঝতে পারবে।
চলচ্চিত্রে কি নিয়মিত হচ্ছেন?
হ্যাঁ, ভাইয়া। চলচ্চিত্রে যেহেতু এসেছি তাই বেছে বেছে ভালো কিছু কাজ করতে চাই।
বর্তমানে কি কি ছবিতে কাজ করছেন?
‘দ্য স্টোরি অফ সামারা’, ‘প্রবাসীর প্রেম’, ‘আমি শুধু চেয়েছি তোমায়’। আর ফেব্রুয়ারী থেকে দুইটি নতুন ছবির শুটিং শুরু হবে, একটি অ্যাকশানধর্মী অন্যটি রোমান্টিকধর্মী। তবে ছবি দুইটির নাম এখন বলছি না, চমক রইল সবার জন্য।
চলচ্চিত্র নিয়ে আপনার স্বপ্ন কি?
আমার স্বপ্ন যেরকম, বলিউড যেভাবে ওদের মুভিগুলোকে পুরো বিশ্বে ছড়িয়ে দিয়েছে, আমরাও তেমনি আমাদের মুভিগুলোকে পুরো বিশ্বে ছড়িয়ে দিতে পারব।
সর্বশেষ, জুটি প্রথায় বিশ্বাস করেন?
কেবলই আসলাম, এখনি জুটি বাঁধার চিন্তা করছি না। তবে সবার সাথেই কাজ করতে চাই।
‘গ্যাংস্টার রিটানর্স’ ছবিটি সম্পর্কে বলুন।
এই ছবির গল্পটি খুবই ভালো। মধ্যবিত্ত পরিবারের সন্তান শাওন’র বড় একটি সন্ত্রাসীচক্রের সাথে জড়িয়ে পড়া ও এরফলে তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি । এই ছবিতে আমার চরিত্রটির নাম শীনা। ছবিতে আমার বিপরীতে আছেন অপূর্ব ভাই।
অপূর্ব ভাই একজন খুবই ভালো অভিনেতা। তাঁর বিপরীতে কাজ করতে পেরে ভীষণ ভালো লেগেছে।
‘গ্যাংস্টার রিটানর্স‘ ছবিটার সবচেয়ে আকর্ষনীয় দিক কি?
ছবির গানগুলো ভালো। তাছাড়া ছবিতে আইটেম গানটিতে পারফর্ম করেছি আমি নিজে। ছবিতে আমাকে গ্ল্যামার লুকে দেখতে পাবেন। এই ছবিতে আমি অনেক ভেবে চিন্তে কাজ করেছি, বাকিটা দর্শক ছবিটি দেখলে বুঝতে পারবে।
চলচ্চিত্রে কি নিয়মিত হচ্ছেন?
হ্যাঁ, ভাইয়া। চলচ্চিত্রে যেহেতু এসেছি তাই বেছে বেছে ভালো কিছু কাজ করতে চাই।
বর্তমানে কি কি ছবিতে কাজ করছেন?
‘দ্য স্টোরি অফ সামারা’, ‘প্রবাসীর প্রেম’, ‘আমি শুধু চেয়েছি তোমায়’। আর ফেব্রুয়ারী থেকে দুইটি নতুন ছবির শুটিং শুরু হবে, একটি অ্যাকশানধর্মী অন্যটি রোমান্টিকধর্মী। তবে ছবি দুইটির নাম এখন বলছি না, চমক রইল সবার জন্য।
চলচ্চিত্র নিয়ে আপনার স্বপ্ন কি?
আমার স্বপ্ন যেরকম, বলিউড যেভাবে ওদের মুভিগুলোকে পুরো বিশ্বে ছড়িয়ে দিয়েছে, আমরাও তেমনি আমাদের মুভিগুলোকে পুরো বিশ্বে ছড়িয়ে দিতে পারব।
সর্বশেষ, জুটি প্রথায় বিশ্বাস করেন?
কেবলই আসলাম, এখনি জুটি বাঁধার চিন্তা করছি না। তবে সবার সাথেই কাজ করতে চাই।
কোন মন্তব্য নেই: