বর্ষা- প্রকাশিত সংবাদের প্রতিবাদে সরব

বর্ষা
বরাবরই নিজেদের প্রোডাকশান ‘মনসুন ফিল্মস' এই কাজ করেন চিত্রনায়িকা বর্ষা। এ নিয়েই বক্তব্য প্রকাশিত হয় একটি জাতীয় দৈনিক পত্রিকায়, আর বিষয়টি মোটেও ভালো লাগেনি বর্ষার। ফলে, এর তীব্র প্রতিবাদও জানালেন তিনি।



বর্ষা বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্র জগতে অবস্থান করছেন খ্যাতি ও জনপ্রিয়তার তুঙ্গে। বর্ষা বড়পর্দায় তার স্বামী অভিনেতা-নির্মাতা অনন্ত'র সাথে জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু সুপারহিট ছবি। এর বাইরে তিনি কাজ করেছেন উল্লেখযোগ্য কয়েকটি বিজ্ঞাপনচিত্রেও।



এদিকে, একটি পত্রিকায় সম্প্রতি প্রকাশিত সংবাদের প্রতিবাদে বর্ষা তার বক্তব্য মিডিয়াটাইমসকে জানান। বক্তব্যটি হুবহু তুলে ধরা হলো-



২৯/০১/২০১৪ ইং তারিখ "দৈনিক ইত্তেফাক" পত্রিকার "বিনোদন প্রতিদিন" পাতায় আমার ক্যারিয়ার ধ্বংস করতে শত্রুরা পিছু লেগেছে :মাহী শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।



প্রকাশিত সংবাদের একটি অংশে আমার নাম (বর্ষা) উল্লেখ করেও কিছু কথা লেখা হয়। আমার প্রশ্ন এ ধরনের সংবাদে আমার নাম কেন উল্লেখ করা হলো এবং আমার নাম ব্যবহার করার সাহস কিভাবে হলো?



আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান "মনসুন ফিল্মস" এর চেয়ারম্যান আমার স্বামী অনন্ত জলিল এবং আমি এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে আমাদের ব্যবসা পরিচালনা করছি। আমি আমার নিজের প্রতিষ্ঠানের ব্যানারে নিয়মিত কাজ করার অর্থ এই নয় যে আমি স্বেচ্ছাবন্দি। মনসুন ফিল্মস সবসময় কোয়ালিটিতে বিশ্বাসী আর এই কোয়ালিটি কাজের জন্যই আমাদের প্রতিটি ছবি আন্তর্জাতিক মানের। আমি আমার নিজের প্রোডাকশনকে ছেড়ে অন্য প্রোডাকশনের কাজ করার কথা কখনও চিন্তাও করি না এবং অন্য প্রোডাকশনের ব্যানারে ছবি করার তো প্রশ্নই আসে না।



আমার নাম ব্যবহার করে "দৈনিক ইত্তেফাক" পত্রিকায় এই ধরনের সংবাদ প্রকাশ মানহানীকর। আমি এই ধরনের মানহানীকর সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ভবিষ্যতে আমার নাম ব্যবহার করে এই ধরনের মানহানীকর, মিথ্যা অপপ্রচার করার সাহস না করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।

ধন্যবাদান্তে

বর্ষা

চিত্রনায়িকা ও

ব্যবস্থাপনা পরিচালক

মনসুন ফিল্মস



এভাবেই শুধুমাত্র ‘মনসুন ফিল্মস' এর হয়ে কাজ করার বিষয়টি তার দর্শকদের কাছে পরিষ্কার করলেন বর্ষা।

,

কোন মন্তব্য নেই: