অনন্ত মারামারি করলেন প্রকাশ্যে
প্রকাশ্যে মারামারি করলেন ঢালিউডের জনপ্রিয় নায়ক অনন্ত। তাও আবার যার তার সঙ্গে নয়; ভারত, চেন্নাই থেকে আসা বড় বড় ফাইটারদের সঙ্গে। এতএত ফাইটারদের একাই কুপোকাত করলেন অনন্ত।
তবে এসবই শ্যুটিংয়ের মধ্যে। এফডিসির তিন নম্বর ফ্লোরে চলছিল অনন্তর নতুন ছবি ‘মোষ্ট ওয়েলকাম টু’ এর শ্যুটিং। শ্যুটিংয়ের একটি দৃশ্যে শত্রুপক্ষ তার বাড়িতে হামলা চালালে অনন্ত একাই তা প্রতিরোধ করেন। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত এখানেই ছবির শ্যুটিং চলবে।
অনন্ত জলিলের আলোচিত এ ছবিটির ৯০ ভাগ শ্যুটিং এরই মধ্যে শেষ হয়েছে। এ মাসের মাঝামাঝি সব শ্যুটিং শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন অনন্ত। টক্কিজবিডি ডটকমকে অনন্ত জানান, বাংলাদেশের ইতিহাসে চলচ্চিত্রের ধারাই বদলে দেবে তার নতুন এ ছবি। ছবির প্রযুক্তিগত দিক থেকে শুরু করে গানসহ সব কিছুতেই রয়েছে ভিন্নতা। ছবিটির একটি আইটেম গানে পারফর্ম করেছেন বলিউডের হটগার্ল বিপাশা বসু।
তবে এসবই শ্যুটিংয়ের মধ্যে। এফডিসির তিন নম্বর ফ্লোরে চলছিল অনন্তর নতুন ছবি ‘মোষ্ট ওয়েলকাম টু’ এর শ্যুটিং। শ্যুটিংয়ের একটি দৃশ্যে শত্রুপক্ষ তার বাড়িতে হামলা চালালে অনন্ত একাই তা প্রতিরোধ করেন। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত এখানেই ছবির শ্যুটিং চলবে।
অনন্ত জলিলের আলোচিত এ ছবিটির ৯০ ভাগ শ্যুটিং এরই মধ্যে শেষ হয়েছে। এ মাসের মাঝামাঝি সব শ্যুটিং শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন অনন্ত। টক্কিজবিডি ডটকমকে অনন্ত জানান, বাংলাদেশের ইতিহাসে চলচ্চিত্রের ধারাই বদলে দেবে তার নতুন এ ছবি। ছবির প্রযুক্তিগত দিক থেকে শুরু করে গানসহ সব কিছুতেই রয়েছে ভিন্নতা। ছবিটির একটি আইটেম গানে পারফর্ম করেছেন বলিউডের হটগার্ল বিপাশা বসু।
কোন মন্তব্য নেই: