জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান শুধু শিল্পীই নন....

ইমরান

মিডিয়াডটবিডিঃ এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান। শুধু শিল্পীই নন, একাধারে সুরকার ও সংগীত পরিচালক। গায়ক হিসেবে তিনি যতটা সফল ঠিক ততটাই সফল সংগীত পরিচালনায়।
ছোটবেলা থেকেই যখন গান শিখি তখন থেকেই আমার মিউজিকের প্রতি দুর্বলতা। যখন খালি গলায় গান গাইতাম তখন গানের মাঝে মিউজিকটা মুখ দিয়েই দিতাম। গান শেখার পাশাপাশি বিভিন্ন যন্ত্রাংশের সঙ্গে পরিচয় ছিল আগে থেকেই।
২০০৯ সালে চ্যানেল আইয়ের সেরাকণ্ঠের প্রথম রানারআপ হলাম। শিল্পী হিসেবে স্বীকৃতি পাওয়ার পর শুরু হল আমার নতুন অধ্যায়। এখন আমার স্বপ্নগুলো ধাপে ধাপে পূরণ করার চেষ্টা করছি।  
সংগীত অঙ্গনে আসার পর বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছি। পূজার সঙ্গে ‘দূরে দূরে’, মিলনের কণ্ঠে ‘সখী ভালবাসা কারে কয়’, ‘নির্ঝরের আরাধনা’, ‘তুমি’ অ্যালবামের ‘মানে না মন’ ও সর্বশেষ পড়শীর অ্যালবামের ‘জনম জনম’ গানগুলো শ্রোতার মধ্যে সাড়া ফেলে।
সময়টা আমার অনেক ব্যস্ততার মাঝেই যাচ্ছে। বিভিন্ন অ্যালবামের কাজ করছি। বর্তমানে শেষ করলাম মিলনের একক অ্যালবাম ‘মিলন’। এ ছাড়াও কাজ করছি পূজা, পড়শী, ঐশ্বী ও ইরিন জামানসহ বেশ কয়েকজন নতুন শিল্পীর অ্যালবাম।
বৈচিত্র্যময় সুর, সংগীত ও গান শ্রোতাকে
উপহার দিতে চাই। মিউজিক ভিডিওতেও থাকবে নতুনত্ব। এ ছাড়াও তৃতীয় একক অ্যালবাম করারও চিন্তা করছি। 

, , ,

কোন মন্তব্য নেই: