মমর জন্মদিন - মিডিয়াডটবিডি এর শুভেচ্ছা
![]() |
জাকিয়া বারী মম |
মিডিয়াডটবিডিঃ আজ জাকিয়া বারী মমর জন্মদিন। মম বলেন, ‘জন্মদিন আসা মানেই জীবন থেকে আর একটি বছর চলে যাওয়া। সবাই শুভেচ্ছা জানিয়ে যদিও বা দিনটিকে আনন্দময় করে তোলার চেষ্টা করেন, কিন্তু সত্যি বলতে কী আমি মনের গভীর থেকে অনুভব করি জীবন এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। আজ সবার কাছে দোয়া চাই যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি।’
কোন মন্তব্য নেই: